মঙ্গলবার ইডেন উদ্যানে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল পাকিস্তান। অন্যদিকে, টানা ৬টা ম্যাচে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের পর এবার ইডেনে পাকিস্তানের কাছে হারলেন সাকিবরা। সাকিব আল হাসানদের ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ৩৩ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে তুলে নিলেন বাবর আজমরা। টানা চার ম্যাচে হারের পর ইডেনে চলতি বিশ্বকাপে প্রথমবার নেমেই জিতল বারব আজম ব্রিগেড।
কলকাতায় জয়ের সুবাদে ৭ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পাকিস্তান পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এল। বাবরদের এখন তাদের বাকি দুটি ম্যাচে জেতার পাশাপাশি অস্ট্রেলিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। পাকিস্তানের শেষ দুটি ম্যাচ- নিউ জিল্যান্ড (শনিবার) ও ইংল্যান্ড( ১১ নভেম্বর)-এর বিরুদ্ধে। আরও পড়ুন-ইডেনে আড়াই হাজারের টিকিট ১১ হাজারে বিক্রির কালোবাজারিতে গ্রেফতার
দল থেকে বাদ পড়ার পর ফিরে এসে ৭৪ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হলেন পাক ওপেনার ফকহর জামান। ফের নজরকাড়া ইনিংস খেলেন পাক ওপেনার আব্দুল শফিক (৮১)-ও। ওপেনিং জুটিতে ফকহর-শফিক ১২৭ বলে ১২৮ রান যোগ করে দলকে নিশ্চিত জয়ের দিকে নিয়ে যান। পাকিস্তানের কাছে এই দারুণ জয়ে একটাই কাঁটা। রান পেলেন না বাবর আজম। বাংলাদেশের দুর্বল বোলিংয়ের সামনেও মেহদি হাসানের বলে ব্যক্তিগত ৯ রানে আউট হন পাক অধিনায়ক বাবর। চতুর্থ উইকেটে মহম্মদ রিজওয়ান (২৬ অপরাজিত), ইফতিকার আহমেদ (১৫ বলে ১৭) অবিচ্ছেদ্য ৩৬ রানের পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনেন। এর আগে ২৩রানে ৩ উইকেটের দুরন্ত স্পেল করে বাংলাদেশকে অল্প রানের মধ্যে বেঁধে রাখেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ইডেনে পরাস্ত হলেন সাকিবরা। সাকিবদের খেলা দেখে মনে পড়ল পুরনো বাংলাদেশের কথা। যেখানে বাংলাদেশকে ক্রিকেটকে ছোট দেশ হিসেবেই বিবেচনা করা হত। চলতি বিশ্বকাপে আফগানিস্তান, নেদারল্যান্ডসের মত দেশ যেখানে মুগ্ধ করল, সেখানে সাকিবদের পারফরম্যান্স মাথা হেঁট করল।