এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা করল ২৫৭ রান। বাংলাদেশের পেসাররা দারুণ বল করলেও শেষ অবধি মিডল অর্ডার ব্যাটার সাদিরা সমরাবিক্রমা-র দুরন্ত ইনিংসে ভর করে লড়ার মত রান করল শ্রীলঙ্কা। একটা সময় ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে ছিল শ্রীলঙ্কা। তখন মনে হচ্ছিল শ্রীলঙ্কার রান দুশো টপকাবে না। কিন্তু ৭২ বলে ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলে সাদিরা সমরাবিক্রমা ভাল জায়গায় রাখলেন।

সাদিরা ইনিংস সাজানো ছিল ২টো ওভার বাউন্ডারি, ৮টা বাউন্ডারি দিয়ে। বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ (৩/৬২), শরিফুল ইসলাম (২/৪৮), হাসান মেহমুদ (৩/৫৭) দারুণ বল করেন। তবে সেই বাংলাদেশের দুই স্পিনার মেহদি-সাকিব কিছুই করতে পারলেন না।

দেখুন টুইট

সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারায়, বাংলাদেশের কাছে এই ম্যাচ ডু অর ডাই। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ২৫৮ করতে না পারলে বিদায় নেবেন সাকিব আল হাসান-রা।