সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচটা কার্যত গুরুত্বহীন ছিল। কারণ দুটি দলই চলতি বিশ্বকাপে খুব খারাপ খেলে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে। তবে গুরুত্বহীন এই ম্যাচে নজিরবিহীন টাইমড আউটকে ঘিরে গোটা বাইশ গজের বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকল। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইমড আউটকে ঘিরে মাঠে দু দলের ক্রিকেটারদের উত্তপ্ত বাক্য বিনিময় হল। বারবার উত্তেজনায় থমকে গেল ম্য়াচ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আম্পয়ারদের এগিয়ে আসতে হল।

উত্তপ্ত, বিতর্কিত ম্যাচে শেষ অবধি দারুণ জয় পেলেন সাকিব আল হাসান-রা। শ্রীলঙ্কার ২৭৯ রানের জবাবে মাত্র ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে জিতে যায় বাংলাদেশ। ৬৫ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস ও বল হাতে দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হলেন বাংলাদেশের অধিনয়াক সাকিব আল হাসান। যে সাকিব স্পোর্টিং স্পিরিট মাথায় না রেখে ম্যাথুজকে টাইমড আউট করে ক্রিকেটবিশ্বে কার্যত ভিলেন বনে গিয়েছেন। সাকিবের সঙ্গে ৯০ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন নাজমুল হোসেন শান্তো। তৃতীয় উইকেটে শান্তো-সাকিব ১৪৯ বলে ১৬৯ রানের দুরন্ত পার্টনারশিপ করেন। শেষের দিকে বাংলাদেশ পরপর কয়েকটি হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তোয়াহিদ হৃদয় (৭ বলে ১৫ অপজাকরিত) ও তানজিম হাসান সাকিব (৫ অপরাজিত) দলের জয় নিশ্চিত করেন। শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশনকা ৬৯ রানে ৩টি ও ম্যাথুজ দুটি উইকেট পান।

দেখুন এক্স

এদিন কোটলায় হারায় চলতি বিশ্বকাপ থেকে সরকারীভাবে বিদায় নিল শ্রীলঙ্কা। অন্যদিকে, টানা ৬টা ম্যাচে হারের পর চলতি বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচে জিতল বাংলাদেশ। তাদের প্রথম ম্য়াচে আফগানিস্তানকে হারিয়েছিলেন সাকিবরা। তারপর থেকে ইংল্যান্ড,নিউ জিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এমনকী ইডেনে নেদারল্যান্ডসের কাছেও হেরেছিল বাংলাদেশ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সাকিবরা আগেই সেমির লড়াই থেকে ছিটকে গিয়েছিলেন। সাকিবদের চলতি বিশ্বকাপে আর একটাই ম্যাচ বাকি থাকল--২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুণেতে।