Rishabh Pant, Hardik Pandya. (Photo Credits: Twitter)

ঢাকা, ৩ ডিসেম্বর: রবিবার বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হল কুলদীপ সেন (Kuldeep Sen)। রাজস্থান রয়্যালস তথা মধ্যপ্রদেশের ডান হাতি পেসার কুলদীপ সেন আইপিএল সহ ঘরোয়া ক্রিকেটে ভাল পারফম করে জাতীয় দলে সুযোগ পেলেন। নিয়মিত ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারেন কুলদীপ। মীরপুরে ভারতের উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে লোকেশ রাহুলকে। কারণ চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। পন্থের পরিবর্ত ক্রিকেটার এখনও নেওয়া হয়নি। চোটের কারণে এদিন দলে রাখা হল না স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। অক্ষরের জায়গায় এদিন খেলছেন বাংলার শাহবাজ আহমেদ। এর আগে মহম্মদ সামি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান।

মীরপুরে চার স্পেশালিস্ট পেসারে খেলছে টিম ইন্ডিয়া। অভিষেক হওয়া কুলদীপ সেনের সঙ্গে পেস আক্রমণে আছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার ও মহম্মদ সিরাজ। দুই স্পিনার অলরাউন্ডার হিসেবে আছেন ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদ। আরও পড়ুন-চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না, কেমো বন্ধ হওয়ায় সঙ্কটজনক পেলের জন্য বিশেষ ব্যবস্থা

দেখুন টুইট

মীরপুরে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। রোহিত শর্মার সঙ্গে ওপেন করছেন শিখর ধাওয়ান। তিনে নামবেন বিরাট কোহলি। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল। লিটন দাসের নেতৃত্বে নামছে বাংলাদেশ। ৬ বছর দেশের মাটিতে অপরাজিত বাংলাদেশ।

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ, কুলদীপ সেন