সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে লজ্জাজনক হার ভারতের। দক্ষিণ আফ্রিকার মাটি থেকে প্রথমবার টেস্ট সিরিজ জয় এবারও অধরাই থাকলো। তবে এবার লক্ষ্য ৩ জানুয়ারি থেকে কেপটাউন শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে জিতে মুখরক্ষা করা। সেঞ্চুরিয়ান টেস্ট তিন দিনের আগেই শেষ হয়ে যাওয়ার পর এবার কেপটাউন টেস্টের স্কোয়াড ঘোষণা করল বোর্ড। ওয়ানডে সিরিজে দারুণ বল করা মধ্যপ্রদেশের পেসার আবেশ খানকে দলে নেওয়া হলো।
সেঞ্চুরিয়ানের টেস্ট অভিষেক হয় প্রসিধ কৃষ্ণার। কিন্তু সুবিধাজনক পিচ,পরিস্থিতি পেয়েও অভিষেক টেস্টে একেবারেই হতাশ করেন কৃষ্ণ। ডেন এলগারের উইকেট পেলেও শারদুল ঠাকুরও বল হাতে হতাশ করেছেন। মোহাম্মদ সামির অভাব খুব টের পাচ্ছে ভারতীয় দল। এমন অবস্থায় কেপটাউন টেস্টে মুকেশ কুমার বা আবেশকে খেলানো হতে পারে। সেঞ্চুরিয়ানের সবুজ ও বাউন্সি পিচে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪০৮ রান করাটা কিছুতেই মেনে নিতে পারছে না ভারতীয় শিবির।
দেখুন বোর্ডের টুইট
🚨 NEWS 🚨
Avesh Khan added to India’s squad for 2nd Test.
Details 🔽 #TeamIndia | #SAvINDhttps://t.co/EsNGJAo8Vl
— BCCI (@BCCI) December 29, 2023
কেপটাউন টেস্টে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা ( অধিনায়ক), শুবমান গিল, যশস্বি জয়সওয়াল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেট কিপার ), রবীন্দ্রনাথ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রিত বুমরা ( সহ অধিনায়ক), প্রসিধ কৃষ্ণ, কে এস ভারত (wk), অভিমন্যু ঈশ্বরন, আবেশ খান।