ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে শুরু করে চলতি বিশ্বকাপে কোণঠাসা অস্ট্রেলিয়ার দুরন্ত প্রত্যাবর্তন। শনিবার ধর্মশালায় চির প্রতিদ্বন্দ্বী নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া করল ৩৮৮ রান। শেষের দুটো ওভারে আর একটু রান করতে পারলেই ৪০০ করে ফেলতেন প্যাট কামিন্সরা। চিপকে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬৭, নেদারল্যান্ডসের বিরুদ্ধে গত ম্যাচে অস্ট্রেলিয়া করেছিল ৩৯৯ রানের পর এদিন ধর্মশালায় কামিন্সরা করলেন ৩৮৮। ফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ওয়ানডে-তে টানা তিনটে ম্যাচে সাড়ে তিনশো রানের বেশী ইনিংস গড়লেন অজিরা।
এদিন অস্ট্রেলিয়ার রেকর্ড রানের পিছনে বড় ভূমিকা নিলেন দুই অজি ওপেনার-ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। চোট সারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে নেমেই সেঞ্চুরি করলেন হেড। হেডের ৬৭ বলে ১০৯ রানের মাথা উঁচু করা ইনিংস না দেখলে বিশ্বাস হওয়ার কথা নয়। ৭টা ওভার বাউন্ডারি, ১০টা বাউন্ডারি হাঁকান হেড। ওয়ার্নার ৬৫ বলে ৮১ রান করেন। ওপেনিং পার্টনারশিপে ওয়ার্নার-হেড ১১৫ বলে ১৭৫ রান যোগ করেন। ২৪ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলে গ্লেন ম্যাক্সওয়েল। আরও পড়ুন-রেকর্ড ১১১টি পদক নিয়ে পঞ্চম স্থানে শেষ ভারতের প্যারা গেমসের সফর
স্মিথ (১৮), লাবুশচানে (১৮)-দের ব্যর্থতা ঢেকে দেন আট নম্বরে নামা অধিনায়ক কামিন্স। ১৪ বলে ৩৭ রান করে দলের রানকে আকাশছোঁয়া জায়গায় নিয়ে যান কামিন্স। অস্ট্রেলিয়ার রানের গতিকে রুখে দেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিল্পিস। অস্ট্রেলিয়ার রান যখন পুরোপুরি হাতের নাগালে চলে যাচ্ছে, তখন ফিল্পিস ১০ ওভার ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে দারুণভাবে সাহায্য করেন। ওয়ার্নার, হেড ও স্মিথকে আউট করেন ফিল্পিস।