মেলবোর্নে ঐতিহ্যের বক্সিং ডে টেস্টের প্রথম দিনে পাকিস্তানের পেসাররা নজর কাড়লেন। বৃষ্টি বিঘ্নিত দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটে ১৮৭। সবুজ পিচ ও মেঘে ঢাকা আবহাওয়ার অনুকূল উপস্থিতি কাজে লাগানো পাক বোলারদের শৃঙ্খলা পরায়ণ বোলিংয়ের জন্য অস্ট্রেলিয়ার কোন ব্যাটার এদিন তাদের পয়া মাঠে হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারলেন না। তবে একথাও ঠিক পাক বোলারদের ভালো দিনেও তিন উইকেট খুইয়ে ধূসর কাছাকাছি পৌঁছে গেল অস্ট্রেলিয়া। আগামীকাল দিনের শুরুর কয়েক ঘন্টা খেলে দিতে পারলে বড় রানের দিকে তাকাতে পারে অজিরা।
দিনের শেষে ব্যক্তিগত ৪৪ রানে অপরাজিত মারনুস লাবুসানে। তার সঙ্গে ব্যক্তিগত ৯ রানে পিচে আছেন বিশ্বকাপের হিরো ট্রাভিস হেড। কিছু সহজ ক্যাচ মিস না করলে পাকিস্তান চালকের আসনেও থাকতে পারতো। ডেভিড ওয়ার্নার থেকে উসমান খোওয়াজা-রা আউট হন সেট হয়ে।
ওয়ার্নার ৩৮ হাজার ৪২ রান করেন। স্টিভ স্মিথ ২৬ রানে আউট হন। অস্ট্রেলিয়া ওপেনিং পার্টনারশিপে ৯০ রান করেছিল। কিন্তু পাক স্পিনার আঘা সালমান ওপেনার ওয়ার্নারকে ফেরানোর পর এমসিক বক্সিংডে টেস্টে প্রথম দিনের ম্যাচের মানচিত্রে বদল আসে। অজি ওপেনার উসমান খোয়াজাকে আউট করেন পাক-পেসার হাসান আলি। স্মিথকে ফেরান পাক পেসার আমির জামাল।
দেখুন ছবিতে
Day one complete.
A decent rain interruption but lots of good cricket either side! #AUSvPAK
— cricket.com.au (@cricketcomau) December 26, 2023
এমসিজিতে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে প্রায় ৬৬ হাজার দর্শক খেলা দেখতে এসেছিলেন। বৃষ্টির কারণে প্রায় ২৮ ওভার বা প্রায় গোটা একটা সেশন খেলা সম্ভব হয়নি।