Australia

একেবারে একপেশেভাবে শেষ হল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দু'ম্যাচের টেস্ট সিরিজ। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে এদিন দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৭ রানে গুটিয়ে গেল ক্যারিবিয়ানরা। ফলে সিরিজের দ্বিতীয় তথা শেষে টেস্টে ৪১৯ রানে জিতল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে ইতিহাসে এটাই হয়ে গেল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। দু টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া জিতল ২-০। পাশাপাশি টানা ১১টি দিন-রাতের টেস্টে জিতল অজিরা। অ্যাডিলেডে দিন রাতের গোলাপী বলের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ছিল ২৯৭ রানের। এরপর স্টিভ স্মিথরা দ্বিতীয় ইনিংসে ১৯৯ রানে ৬ উইকেটে ডিক্লেয়ার ঘোষণা করেন।

অ্যাডিলেডে জিততে হলে টেস্টের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ৪৯৭ রান। সেখানে ক্যারবিয়ানরা দ্বিতীয় ইনিংসে মাত্র ৪০ ওভার খেলে ৭৭ রানে অল আউট হয়ে গেল। অজি পেস ত্রয়ী মিচেল স্টার্ক, মাইকেল নিসার, স্কট বোল্যান্ডের পেসে গুঁড়িয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন শিবনারায়ন চন্দ্রপলের ছেলে ত্যাগনারায়ন (১৭)। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট (৩) থেকে শামরাহ ব্রুকস (০), জেরমাইন ব্ল্যাকউড (০), জেসন হোল্ডার (১১)-রা ব্যর্থ হন। স্টার্ক, নেসার, ও বোল্যান্ড তিনটি করে উইকেট নেন। একটি উইকেট নেন ন্যাথন লিঁয়। বিনা উইকেটে ১৫ থেকে ৪৯ রানে ৬ উইকেট পড়ে যায় ক্যারিবিয়ানদের।

দেখুন টুইট

টেস্ট সিরিজে ২-০ জিতল অস্ট্রেলিয়া। পারথে প্রথম টেস্টে অজিরা জিতেছিল ১৬৪ রান। দু টেস্টের সিরিজে ৫০২ রান করে সিরিজ সেরা হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মার্নস লাবুশচানে। আর অ্যাডিলড টেস্টের সেরা হলেন ট্র্যাভিস হেড (১৭৫,৩৮ অপরাজিত)।