গতকাল, শনিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান ইংল্যান্ডের পেসার রিস টপলে (Reece Topley)। চোট পরীক্ষার পর জানা গেল আগামী মাস দেড়েক তার আর মাঠে নামার সুযোগ নেই। ফলে মাঝপথেই ভারতে বিশ্বকাপ শেষ হয়ে গেল টপলে। তিনি দেশে ফিরে যাচ্ছেন।
দেখুন ছবিতে
Jason Roy could be in line for an England recall as a replacement for Reece Topley at the World Cup
Topley has been ruled out for the rest of the tournament after breaking his finger in the defeat to South Africa
✍️ @StocksC_cricket reports #CWC23https://t.co/k4Ex5basYs
— i sport (@iPaperSport) October 22, 2023
টপলের পরিবর্তে ইংল্যান্ড দলে ফেরানো হতে পারে তারকা ওপেনার জেসন রয়কে। যে রয় প্রাথমিক দলে থাকলেও, শেষ মূহর্তে হ্যারি ব্রুককে জায়গা দিয়ে চোটের বাহনায় বাদ দেওয়া হয়। অভিজ্ঞ রয়ের না থাকাটা এবার ভোগাচ্ছে বিশ্বচ্যাম্পিয়নদের।
চলতি বিশ্বকাপে ইংল্য়ান্ড মাত্র একটি ম্যাচে (বাংলাদেশের বিরুদ্ধে) জিতেছে। আর জোস বাটলাররা হেরেছেন নিউ জিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে এখন ইংল্যান্ডকে তাদের বাকি পাঁচটা ম্যাচেই জিততে হবে। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ ২৬ অক্টোবর,বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার আগে টপলের পরবির্ত ক্রিকেটার ইংল্যান্ড শিবিরে যোগ দেবেন।