এশিয়া কাপ আয়োজন নিয়ে নিজেদের জেদ থেকে সরে আসছে পাকিস্তান। ভারত কিছুতেই পাকিস্তানে খেলতে আসবে না বা হাইব্রিড মডেলে যেতে চাইবে না বুঝতে পেরে রণেভঙ্গ দিচ্ছে পিসিবি। এই ইস্য়ুতে বিসিসিআইয়ের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ফলে একঘরে হয়ে যাওয়ার পর এশিয়া কাপ আয়োজন থেকে সরছে পিসিবি। পাকিস্তান সরে আসায় চলতি বছর এশিয়া কাপ আয়োজন করতে পারে শ্রীলঙ্কা। পিসিবি-র এখন লক্ষ্য ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা। আরও পড়ুন-আইপিএল থেকে ছিটকে গেলেন আর্চার, পরিবর্তে জর্ডন
দেখুন টুইট
#AsiaCup likely to move out of #Pakistan, #SriLanka may host the tournament:
Reports Read: https://t.co/vSsMZwf6MP pic.twitter.com/fUGTYmrJmn
— IANS (@ians_india) May 9, 2023
গত বছর টি টোয়েন্টি ফর্ম্যাটে হওয়া এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে আয়োজিত হয়েছিল সংযুক্ত আরবআমরশাহিতে। শ্রীলঙ্কায় চলা রাজনৈতিক অচলাবস্থার কারণেই দ্বীপরাষ্ট্র থেকে সরেছিল এশিয়া কাপ। গতবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল