সোমবার দুপুরে ঘোষণা হয়ে গেল এশিয়া কাপের জন্য ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)এর তরফে দিল্লিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় দলের (Team India) কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma). রোহিতের নেতৃত্বে যে দল ঘোষণা করা হয়েছে তাতে খুব বেশি চমক নেই। চোট সারিয়ে দলে ফিরেছেন বুমরাহ। দলে সুযোগ পেয়েছেন প্রসিদ কৃষ্ণ ও । ট্রাভেলিং স্ট্যান্ড-বাই প্লেয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে সঞ্জু স্যামসন এর নাম।
এক নজরে দেখে নেব গোটা দল-রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কেএল রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ ও প্রসিদ কৃষ্ণ।
Here's the Rohit Sharma-led team for the upcoming #AsiaCup2023 🙌#TeamIndia pic.twitter.com/TdSyyChB0b
— BCCI (@BCCI) August 21, 2023
ভারতীয় দল এশিয়া কাপে (Asia Cup) প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এই ম্যাচে ভারতের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্ধী পাকিস্তান। দেখে নেব গোটা এশিয়া কাপের সময়সূচী-
এশিয়া কাপের সময়সূচি:
৩০ আগস্ট: পাকিস্তান বনাম নেপাল - মুলতান
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা - ক্যান্ডি
২ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান - ক্যান্ডি
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান - লাহোর
৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল -
৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান - লাহোর
সেপ্টেম্বর: A1 বনাম B2 - লাহোর
৯ সেপ্টেম্বর: B1 বনাম B2 - কলম্বো (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ হতে পারে)
১০ সেপ্টেম্বর: A1 বনাম A2 - কলম্বো (ভারত বনাম পাকিস্তান হতে পারে)
১২ সেপ্টেম্বর: A2 বনাম B1 - কলম্বো
১৪ সেপ্টেম্বর: A1 বনাম B1 - কলম্বো
১৫ সেপ্টেম্বর: A2 বনাম B2 - কলম্বো
১৭ সেপ্টেম্বরঃ ফাইনাল