অ্যাসেজ সিরিজে প্রথম ইনিংসে মনোবল বাড়ানো সাত রানের লিড পেল ইংল্যান্ড। এজবাস্টনে রবিবার লাঞ্চের ঠিক আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৮৬ রানে। এদিন অস্ট্রেলিয়া তাদের শেষ পাঁচ উইকেটে ৭৫ রান যোগ করল। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৯৩ রানে ডিক্লেয়ার করেছিল। ব্যাজবল ক্রিকেটের সৌজন্যে ইংল্যান্ড মাত্র ৭৮ ওভারেই সেই রান তুলেছিল। সেখানে অজিরা অল আউট হলেন ১১৬.১ ওভারে। ওয়ার্নার (৯), মার্নাস লাবুশানে (০), স্টিভ স্মিথ (১৬)-দের মত তারকারা ব্যর্থ হলেও খোয়াজা (১৪১), আলেক্স কারি (৬৬), ট্রাভিস হেড (৫০), ক্য়ামেরুন গ্রিন (৩৮), প্যাট কামিন্স (৩৮) ব্যাট হাতে দারুণ খেললেন।
ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস খেলতে নামে সাত রান এগিয়ে থেকে। অনবদ্য ইনিংস খেললেন অজি ওপেনার উসমান খোয়াজা। অনেক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ১৪১ রানের ইনিংস খেলে দলকে স্বস্তি দিলে খোয়াজা। গতকাল, খোয়াজা ১২৬ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতে আলেক্স কারি (৬৬)-কে দুরন্ত ডেলিভারিতে বোল্ড করেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জিমি অ্যান্ডারসন। প্রথম শ্রেণীর ক্রিকেটে অ্যান্ডারসনের এটি ১১০০ উইকেট। তবে খোয়াজা বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন। খোয়াজাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ইংরেজ পেসার ওলে রবিনসনের বলে খোয়াজা বোল্ড আউটের পর কামিন্স চেষ্টা করছিলেন ইংল্যান্ডের রানকে টপকে যাওয়ার। একদম শেষে রবিনসনের বলে কামিন্স (৩৮) বোল্ড হতেই অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৬ রানে। স্টুয়ার্ট ব্রড ৬৮ রান দিয়ে তিনটি ও রবিনসন ৫৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। মইন আলি দুটি , অ্যান্ডারসন,বেন স্টোকস একটি করে উইকেট নেন।
দেখুন অ্যান্ডারসনের বলে বোল্ড কারি
The moments James Anderson has completed 1100 wickets in First Class Cricket.
The GOAT. pic.twitter.com/F8jYebZyo0
— CricketMAN2 (@ImTanujSingh) June 18, 2023
বলাই বাহুল্য বেন স্টোকসরা দ্বিতীয় ইনিংসেও আক্রমণাত্মক ইনিংস খেলবেন। এদিন এখনও ৬০ ওভারের খেলা বাকি আছে ক্রাউলে, পোপ, রুট, ব্রুকসরা এবার কেমন খেলেন সেটাই দেখার।