মুম্বই, ৭ এপ্রিল: গত মরসুমে আগেই বিদায় নেওয়া মুম্বই ইন্ডিয়ন্সের কাছে সুযোগ ছিল পেসার-অলরাউন্ডার অর্জুন তেন্ডুলকরকে সুযোগ দেওয়ার। কিন্তু সচিন তেন্ডুলকরের পুত্রকে নিলামে কিনে এখনও একবারও খেলার সুযোগ দেয়নি মুম্বই। তবে এবার নাকি অর্জুনকে নিয়ে সিরিয়াস মুম্বই। গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সচিন পুত্রকে নামিয়ে চমকে দিতে চাইছে আম্বানির দল। আগামিকাল, শনিবার ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ন্স। তার আগে ওয়াংকেড়ের নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গেল ২৩ বছরের অর্জুনকে। বল হাতে টানা ল করে গেলেন অর্জুন।
জশপ্রীত বুমরার না থাকাটা এবার মুম্বইয়ের কাছে সবচেয়ে বড় ধাক্কার। জোফ্রা আর্চার চোট সারিয়ে মাঠে ফিরলেও ছন্দে নেই। বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে হারে মুম্বই। রবিবার এমএস ধোনির সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে নামছেন রোহিত শর্মারা। জোর জল্পনা, অর্জুনকে যেভাবে নেটে পরিশ্রম করতে দেখা যাচ্ছে, সাপোর্ট স্টাফরা সময় দিচ্ছেন, কোচ কথা বলছেন, তাতে ধোনিদের ওয়াংখেড়েতে শনিবার অর্জুনকে প্রথমবার আইপিএল খেলতে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।
দেখুন ছবিতে
Arjun Tendulkar in the practice session. pic.twitter.com/DRoEUJStrj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 7, 2023
অনেকে আবার বলছেন, এখনই নয়, পরের দিকে অর্জুনকে ব্যবহার করবে মুম্বই। সচিন পুত্রকে ৩০ লক্ষ টাকায় কিনেছিলেন রোহিত শর্মারা।