স্পেনের মাদ্রিদে আজ থেকে শুরু হতে চলা তিরন্দাজি বিশ্বকাপ ২০২৫ (Archery World Cup Series 2025) এর চতুর্থ রাউন্ডে ভারতের হয়ে, বিশ্বের প্রাক্তন এক নম্বর দীপিকা কুমারী ও এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী জ্যোতি সুরেখা ভেন্নাম খেলতে নামবেন।
বর্ষশেষে য়ে হতে চলা বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য, বিশ্বকাপ সিরিজের সর্বশেষ এই রাউন্ডে ৪৯ টি দেশ থেকে ৩ শো ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতা চলবে ১৩ ই জুলাই পর্যন্ত। আন্তাল্যায় কোনও পদক না পাওয়ার পর ১৬ খেলোয়াড়ের এই ভারতীয় দল এই প্রতিযোগিতায় ভালো ফল করবে বলে আশা করা হচ্ছে। অবুরন্দালেতে হওয়া প্রথম লেগে ভারত একটি সোনা সহ, চারটি পদক জেতে ও দ্বিতীয় লেগে সাংহাইতে ৭ টি পদক জেতে।
The final stop on this year’s Archery World Cup series, Madrid will host 336 archers from 49 countries between July 8 and 13, with the last few spots at the season-ending World Cup Final in Nanjing up for grabs🏹#Archery #WorldCup #DeepikaKumari #InsideSport pic.twitter.com/i6MErlD8kj
— InsideSport (@InsideSportIND) July 7, 2025
চারবারের অলিম্পিক প্রতিযোগী, ৩৭ টি বিশ্বকাপ পদক জয়ী দীপিকা কুমারী সাংহাইতে ব্যক্তিগত রিকার্ভ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জেতেন। বর্ষীয়ান তরুনদীপ রাই পুরুষ রিকার্ভ দলে ও ১৫ বছর বয়সী গাথা খড়াকে ও শর্বরী শিন্ডে মহিলাদের দলে যোগ দিয়েছেন। মহিলা কম্পাউন্ড দলকে নেতৃত্ব দেবেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অন্যান্য সদস্যরা হলেন প্রণীত কৌর, পৃথিকা প্রদীপ। পুরুষদের রিকার্ভ দলে আছেন ধীরজ বোম্মাদেভারা, নীরজ চৌহান, রাহুল এবং তরুনদীপ রাই। মহিলাদের রিকার্ভ দলে আছেন অঙ্কিতা ভকত, গাথা খড়াকে, দীপিকা কুমারী ও শর্বরী শিন্ডে। পুরুষদের কম্পাউন্ড দলে আছেন প্রথমেশ ফুগে, প্রিয়াংশ, আমান সাইনি ও ঋষভ যাদব, এবং মহিলাদের দলে আছেন, জ্যোতি, প্রণীত, পৃথিকা ও চিকিথা তানিপারথি।