Virat and Anushka at London (Photo Credits: Instagram)

এশিয়া কাপের সুপার ফোরে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য সেঞ্চুরি করে একের পর রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রেমদাসায় ৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর কোহলি শেষ অবধি ১২২ রানে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭তম, ওয়ানডে-তে ৪৭তম সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূর্ণ করেন বিরাট। ওয়ানডে-তে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ৫০টা সেঞ্চুরি করতে বিরাটের দরকার আর তিনটি সেঞ্চুরি।

কলম্বোও আরও কিছু নজির গড়েন বিরাট। বাইশ গজের দুনিয়া দু চোখ ভরে দেখল বিরাট জাদু। এরই মাঝে টিভিতে বিরাটের সেঞ্চুরি সেলিব্রেশনের ছবি দিয়ে তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরি লিখলেন, ''সুপার নক, সুপার গাই''। বা অনবদ্য ব্যাটিং, অনবদ্য মানুষ। আরও পড়ুন-জায়গা মেলেনি বিশ্বকাপের দলে, দুবাইতে গিয়ে গলফে মজলেন সঞ্জু স্যামসন (দেখুন ভিডিও)

দেখুন অনুষ্কা শর্মার ইনস্টা পোস্ট

রিজার্ভ ডে-তে মাতিয়ে দিলেন ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি, লোকেশ রাহুল। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন কোহলি ও রাহুল। বৃষ্টি থেমে ম্যাচ শুরু হতে কেমন যেন মিইয়ে গেল পাক বোলিং। আফ্রিদিদের বোলিংকে কার্যত ছেলেখেলা কোহলি-রাহুল কলম্বোয় ঝড় তুললেন। কোহলি, রাহুলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ভারত করল ২ উইকেটে ৩৫৬ রান। ওয়ানডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এটি যুগ্ম সর্বোচ্চ রান। ২০০৫ সালে বিশাখাপত্তনামে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৫০ ওভারে করেছিল ৯ উইকেটে ৩৫৬ রান। দেশের বাইরে ওয়ানডে-তে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করল টিম ইন্ডিয়া।