Brazil National Football Team. (Photo Credits: X)

Carlo Ancelotti: আর জল্পনা নয়। এবার ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানিয়ে দিল, তাদের দেশের জাতীয় ফুটবল দেশের পরবর্তী কোচ হতে চলেছেন বিশ্বখ্যাত ম্যানেজার কার্লো আনসেলোত্তি।  আগামী ২৬ মে থেকেই ব্রাজিলের ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ আনসেলোত্তি। বিশ্বকাপের যোগ্যতাপর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিরদ্ধে। ব্রাজিলের সেই অ্যাওয়ে ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকতে চলেছেন আনসেলোত্তি।

আর দেশীয় কোচ নয়, ব্রাজিলে এবার ইটালির কোচ

ক্রমাগত ব্যর্থতায় কোণঠাসা ব্রাজিল দেশীয় কোচের রীতি ভেঙে বিদেশের কোচকে দায়িত্ব দিল। রেকর্ড পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ আনসেলিত্তোই আগামী বছর বিশ্বকাপে ব্রাজিলের কোচ হিসেবে থাকছেন। গত ২৬ মার্চ আর্জেন্টিনার কাছে ১-৪ গোলে লজ্জার হারের পর কোচহীন ব্রাজিল। সেই লজ্জার হারের পর কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ডোরিভাল জুনিয়ার। এমন অবস্থায় বিশ্বকাপের বছরখানেক আগে স্থানীয় কোচ খোঁজা শুরুর করেছে ব্রাজিল ফুটবল ফেডারশন।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করবেন আনসেলোত্তি

গত বছর রিয়াল মাদ্রিদকে ইউরোপ সেরা কোচ আনসেলোত্তি চলতি মরসুমে সাফল্য পাননি। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বিদায়, কোপা দেল রে-র ফাইনালে বার্সেলোনার কাছে হার, এল ক্লাসিকোয় হেরে লা লিগায় খেতাবি লড়াই থেকে ছিটকে যাওয়া। চলতি মরসুমে রিয়ালের কোচ হিসেবে একেবারে ভাল যায়নি আনসেলোত্তির।

দেখুন খবরটি

ইকুয়েডর ম্যাচে রিজার্ভ বেঞ্চে আনসেলোত্তি

বিশ্বকাপের যোগ্যতাপর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচে ৪ জুন ইকুয়েডেরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। তার আগে ২০ মে দল ও কোচের নাম ঘোষণা করতে হবে।