গত ২৮ ডিসেম্বর ঘটা করে অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসে যোগ দেন ভারত তথা চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ব্যাটার আম্বাতি রায়াড়ু। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির থেকে দলীয় পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়াইএসআর কংগ্রেসে যোগ দিয়েছিলেন রায়াড়ু। মুখ্যমন্ত্রী পাশে হাসি মুখে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে রায়াড়ু বলেছিলেন, এবার তিনি তার রাজ্যের মানুষের সেবা করতে চান। কিন্তু ২৮ ডিসেম্বর যোগদান করে, ৬ জানুয়ারি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন সিএসকে তারকা।
কী কারণে রায়াড়ু YSR কংগ্রেস ছাড়লেন তা এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে যে শর্তে তিনি জগনমোহনের দলে যোগ দিয়েছিলেন, শুরুতেই সেই শর্ত ভঙ্গ করায় ক্ষুব্ধ হয়ে রাজনীতিই ছেড়ে দিলেন রায়াড়ু। জোর জল্পনা ছিল, রায়াডু আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন।
দেখুন ছবিতে
#AmbatiRayudu has decided to quit the #YSRCP party, just a few days after joining. pic.twitter.com/emIPeiTa9a
— Movies4u Official (@Movies4u_Officl) January 6, 2024
প্রসঙ্গত, গত মরসুমে আইপিএলে খেলেই বাইশ গজ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন রায়াড়ু। এরপর তিনি রাজনীতিতে যোগ করেন। কিন্তু মাত্র কয়েক দিনেই তাঁর রাজনীতিতে মোহভঙ্গ হল।