মহম্মদ শামি (Photo Credit: Getty)

লন্ডন, ৫ জুন: আগামী ১৮ জুন, সাউদামপ্টনে শুরু হতে ভারত-নিউ জিল্যান্ডের মধ্যে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। নিউ জিল্যান্ড দল তো ইংল্যান্ডর বিরুদ্ধে টেস্ট খেলতেও নেমে পড়েছে। এমন সময় বিরাট কোহলির দলের প্রথম একাদশ কী হওয়া উচিত তা নিয়ে জল্পনা চলছে। সবচেয়ে বেশি আলোচনা চলছে কোন তিন পেসারকে নিয়ে কোহলির নামা উচিত। এটা জানা কথাই ইংল্যান্ডের পিচ-পরিবেশে পেসাররাই ম্যাচের ফারাক গড়ে দেবেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় স্কোয়াডে আছেন ছয় স্পেসালিস্ট পেসার- মহম্মদ শামি, জসপ্রিত বুমরা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ। তিন স্পিনার হিসেবে আছেন, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। এখানেই প্রশ্ন ব্যাটিং লাইনআপ নিয়ে সেভাবে প্রশ্ন না থাকলেও কোন কোন বোলারদের নিয়ে নামবেন কোহলিরা। ভারতীয় দলের প্রাক্তন তারকা পেসার অজিত আগরকর কিন্তু বলছেন, টেস্টে ভারতীয় দলের সেরা পেসার মহম্মদ শামি। শামিকে তো খেলাতে হবেই, সঙ্গে বুমরা, ইশান্ত শর্মা অটোমেটিক চয়েস।

অশ্বিন ও জাদেজাকে চাইছেন আগারকর। যদিও ইঙ্গিত মিলেছে কিউইদের বিরুদ্ধে কোহলি শামি ও সিরাজকে তুরুপের তাস হিসেবে চাইছেন। আগারকর বলছেন, পিচ, পরিবেশ দেখে চার পেসারেও যেতে পারে ভারত। সেক্ষেত্রে সিরাজকে খেলানো যেতেই পারে।