Team India: কানপুর টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়স আইয়ারের, নিশ্চিত করলেন অধিনায়ক রাহানে

আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত- নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ। কানপুরে হতে চলা ভারত-নিউ জিল্যান্ড টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়স আইয়ারের

খেলা Partha Chandra|
Team India: কানপুর টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়স আইয়ারের, নিশ্চিত করলেন অধিনায়ক রাহানে
Shreyas Iyer (Photo Credits: Getty Images)

কানপুর, ২৪ নভেম্বর: আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত (India) - নিউ জিল্যান্ড (New Zealand) টেস্ট সিরিজ। কানপুরে (Kanpur) হতে চলা ভারত-নিউ জিল্যান্ড টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়স আইয়ারের। দেশের হয়ে ২২টি ওয়ানডে ও ৩২টি টি টোয়েন্টি খেলা শ্রেয়স কানপুরে খেলতে নামবেন তাঁর জীবনের প্রথম টেস্ট ম্যাচ। বিরাট কোহলি কানপুর টেস্টে বিশ্রাম নেওয়ায় শ্রেয়সের কাছে দরজা খুলে গিয়েছিল।

আজিঙ্কা রাহানে নিশ্চিত করেছেন, কাল কিউইদের বিরুদ্ধে টেস্টে শ্রেয়স খেলছেন। সীমিত ওভারের ক্রিকেটে নিজের যোগ্যতাপ্রমাণ করেই টেস্ট দলে জায়গা পেলেন ২৬ বছরের আইয়ার। আরও পড়ুন: বয়স মাত্র ১৬, আজকের দিনেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে অর্ধ শতরান করেন সচিন তেন্ডুলকর

লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় স্কোয়াডে আনা হয় সূর্যকুমার যাদবকে। বর্তমান ফর্মের বিচারে শ্রেয়সের চেয়ে সূর্যকুমার এগিয়ে আছেন। তাই অনেকে ভেবেছিলেন শ্রেয়স নয় কানপুরে হয়তো সূর্যকুমার যাদবের টেস্ট অভিষেক হবে। কিন্তু টেকনিক-টেম্পারমেন্ট আর রাহুল দ্রাবিড়-আজিঙ্কা রাহানের আস্থাযোগ্য বেশি হওয়ায় শ্রেয়সকেই প্রথম একাদশ রাখা হল।

কানপুর টেস্টে ওপেন করতে দেখা যাবে মায়াঙ্ক আগরওয়াল ও শুবমিন গিল। তিনে

  • Bharat Ratna সম্মান নরসিমা রাও, চরণ সিং-দের
  • Close
    Search

    Team India: কানপুর টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়স আইয়ারের, নিশ্চিত করলেন অধিনায়ক রাহানে

    আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত- নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ। কানপুরে হতে চলা ভারত-নিউ জিল্যান্ড টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়স আইয়ারের

    খেলা Partha Chandra|
    Team India: কানপুর টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়স আইয়ারের, নিশ্চিত করলেন অধিনায়ক রাহানে
    Shreyas Iyer (Photo Credits: Getty Images)

    কানপুর, ২৪ নভেম্বর: আগামিকাল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত (India) - নিউ জিল্যান্ড (New Zealand) টেস্ট সিরিজ। কানপুরে (Kanpur) হতে চলা ভারত-নিউ জিল্যান্ড টেস্টে অভিষেক হচ্ছে শ্রেয়স আইয়ারের। দেশের হয়ে ২২টি ওয়ানডে ও ৩২টি টি টোয়েন্টি খেলা শ্রেয়স কানপুরে খেলতে নামবেন তাঁর জীবনের প্রথম টেস্ট ম্যাচ। বিরাট কোহলি কানপুর টেস্টে বিশ্রাম নেওয়ায় শ্রেয়সের কাছে দরজা খুলে গিয়েছিল।

    আজিঙ্কা রাহানে নিশ্চিত করেছেন, কাল কিউইদের বিরুদ্ধে টেস্টে শ্রেয়স খেলছেন। সীমিত ওভারের ক্রিকেটে নিজের যোগ্যতাপ্রমাণ করেই টেস্ট দলে জায়গা পেলেন ২৬ বছরের আইয়ার। আরও পড়ুন: বয়স মাত্র ১৬, আজকের দিনেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে অর্ধ শতরান করেন সচিন তেন্ডুলকর

    লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় স্কোয়াডে আনা হয় সূর্যকুমার যাদবকে। বর্তমান ফর্মের বিচারে শ্রেয়সের চেয়ে সূর্যকুমার এগিয়ে আছেন। তাই অনেকে ভেবেছিলেন শ্রেয়স নয় কানপুরে হয়তো সূর্যকুমার যাদবের টেস্ট অভিষেক হবে। কিন্তু টেকনিক-টেম্পারমেন্ট আর রাহুল দ্রাবিড়-আজিঙ্কা রাহানের আস্থাযোগ্য বেশি হওয়ায় শ্রেয়সকেই প্রথম একাদশ রাখা হল।

    কানপুর টেস্টে ওপেন করতে দেখা যাবে মায়াঙ্ক আগরওয়াল ও শুবমিন গিল। তিনে চেতেশ্বর পূজারা, চার নম্বরে নামবেন শ্রেয়স আইয়ার। পাঁচে খেলবেন অধিনায়ক রাহানে। উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা খেলছেন, সেটা মোটামুটি নিশ্চিত। তিন স্পিনার থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। দুই পেসার হিসেবে খেলবেন ইশান্ত শর্মা, উমেশ যাদব বা মহম্মদ সিরাজের মধ্যে একজন।

    কানপুর টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

    মায়াঙ্ক আগরওয়াল, শুবমন গিল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব/মহম্মদ সিরাজ।

    শহর পেট্রল ডিজেল
    View all
    শহর পেট্রল ডিজেল
    View all
    Currency Price Change
    Axis Banks 1050.00 50.00 533.00 Reliance 1050.00 33.00 533.00 Samsung 1050.00 33.00 533.00
    -->
    Currency Price Change