হঠাৎই কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হল আমেরিকার হোয়াইট হাউস। হোয়াইট হাউস এর তরফে অভিযোগ হাউসের নর্থ লনের ফেন্সিংয়ে আচমকা কোনও একটি বস্তু আচমকা ছোড়া হয়, সেই ঘটনা সামনে আসতেই নিরাপত্তার খাতিরে সঙ্গে সঙ্গে হোয়াইট হাউস বন্ধ করে দেওয়া হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। আচমকা কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি নর্থ লনের নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে একটি মোবাইল ফোন ছোড়ে বলে হোয়াইট হাউস সূত্রের খবর। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে মার্কিন সিক্রেট সার্ভিস। গোটা এলাকায় কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় , যার ফলে হোয়াইট হাউস প্রাঙ্গণ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলেন।
🚨BREAKING 🚨 "The Secret Service has enforced a lockdown on the front lawn of the White House."
Press was rushed into the briefing room’ pic.twitter.com/Uz9MXt4G3I
— Steve Gruber (@stevegrubershow) July 15, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)