ফিলিপিন্সে ( Philippines) ফের শুরু হল অগ্ন্যুৎপাত (Volcano Erupts)। ফিলিপিন্সে মাউন্ট কানলাউ আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে  অগ্ন্যুৎপাত। সোমবার থেকেই অগ্ন্যুৎপাত শুরু হয় মাউন্ট কানলাউতে। ফলে আকাশ ঢেকে যায় ছাঁইতে।  মাউন্ট কানলাউতে অগ্ন্যুৎপাতের জেরে গোটা এলাকা জুড়ে উদ্ধার কাজ শুরু হয়। কোনওভাবে উদ্ধার কাজে দেরি হলে, তার প্রভাব যাতে মানুষের জীবনের উপর না পড়ে, সে বিষয়ে জারি করা হয় জোরদার সতর্কতা। প্রসঙ্গত, এই মুহূর্তে ফিলিপিন্সে যে ২৪টি আগ্নেয়গিরি সক্রিয়, তার মধ্যে মাউন্ট কানলাউ অন্যতম। এবার সেই মাউন্ট কানলাউ থেকেই অগ্ন্যুৎপাত শুরু হয় ভয় জাগিয়ে। মাউন্ট কানলাউ ঘেঁষে অবস্থিত বাগো শহর ক্রমাগত ছাঁইয়েক আস্তরণে ঢাকতে শুরু করেছে। ফলে বাগো শহর থেকে প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করেছেন স্থানীয়রা। উদ্ধার কাজের পাশাপাশি চরম সতর্কতা জারি করা হয় শহর জুড়ে।

দেখুন কীভাবে ছাইঁয়ে ঢাকছে আকাশ...

 

অগ্ন্যুৎপাত শুরু হতেই আতঙ্কে ঘর, বাড়ি ছাড়তে শুরু করেন মানুষজন...

 

অগ্ন্যুৎপাত থেকে মানুষের প্রাণ বাঁচাতে শুরু হয় উদ্ধার কাজ...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)