বুধবার পাকিস্তান থেকে ভারতে এসে পৌঁছন অঞ্জু। পাকিস্তান থেকে অঞ্জু আজ পাঞ্জাবে এসে পৌঁছন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হাজির হয়ে অঞ্জু জানান, 'তিনি খুশি।' তবে এর থেকে বেশি আর কোনও মন্তব্য তিনি করবেন না বলে জানান অঞ্জু। পাকিস্তান থেকে অঞ্জু ফেরার পর তাঁকে নিয়ে বিস্তর জল্পনা শুরু হলেও, এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি ওই মহিলাকে। তবে পাকিস্তান থেকে ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে শেষ সাক্ষাৎকারে অঞ্জু জানান, পড়শি দেশের আতিথেয়তায় তিনি মুগ্ধ। পাকিস্তানের মানুষ কখনও অন্য দেশের মানুষের সঙ্গে বিভেদ তৈরি করেন না। পাকিস্তানের মানুষের উপর তিনি খুশি বলেও মন্তব্য করতে শোনা যায় অঞ্জুকে।
Last interview and last selfie of Anju and Nasrullah before coming to India from Pakistan. https://t.co/KD7prtCJMZ pic.twitter.com/1bxaRJXHa9
— Nikhil Choudhary (@NikhilCh_) November 29, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)