ফের হামলা শিক্ষাঙ্গন লক্ষ্য করে। এবার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) কাছে গুলি চালানো হয়। এক ব্যক্তি সাইকেলে চেপে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক কাছে চলে যায়। তারপর হঠাৎ করে সাইকেল থেকেই ওই ব্যক্তি গুলি চালাতে শুরু করে বলে খবর। গুলির শব্দ পেতেই পুলিশ গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি শুরু করে। তবে এখনও পর্যন্ত বন্দুকধারীর কোনও খোঁজ মেলেনি বলে রিপোর্টে প্রকাশ।

গুলি চালানোর (Shooting Near Harvard University) ঘটনার পরপরই কেমব্রিজ পুলিশের তরফে বন্দুকধারীর খোঁজজ শুরু হয়। শেরমান স্ট্রিটে চলে ওই গুলি। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে হু হু করে। কেউ যাতে বিশ্ববিদ্যালয়ের গার্ডেন স্ট্রিট ব্যবহার না করেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে প্রত্যেকের কাছে আবেদন জানানো হয়।

শুক্রবার সকালে গুলি চালানোর ঘটনা ঘটলেও, পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে যে বন্দুকধারীকে খোঁজা হচ্ছে, তার দ্বারা সাধারণ মানুষের বিপদের কেমন কোনও কারণ নেই বলেই প্রশাসনের তরফে মনে করা হচ্ছে।

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলি চলতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে....

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)