নয়াদিল্লি: ইউরোপীয় দেশ সার্বিয়ার পার্লামেন্টে (Parliament) ভরে গেল কালো ধোঁয়ায়। দেশের বিরোধী দলীয় সাংসদরা স্মোক গ্রেনেড ছুঁড়ে বিক্ষোভ করেন। মঙ্গলবার ধোঁয়া ধোঁয়া হয়ে ওঠে সার্বিয়ার পার্লামেন্টে, শ্বাসকষ্ট শুরু হয় অনেকের, ঘটনায় বেশ কয়েজন সাংসদ আহত হয়েছেন। পার্লামেন্টের ভিতরে ঘটা এমন ঘটনায় চমকে উঠেছেন গোটা বিশ্বের মানুষ।
সূত্রে খবর, এদিন পার্লামেন্টে শিক্ষার জন্য তহবিল বৃদ্ধি নিয়ে বিরোধী দলীয় সাংসাদের সঙ্গে হট্টোগল বাধে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী বিরোধী সাংসদরা একের পর এক বেশ কয়েকটি গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে সাংসদরা হাতাহাতি করছেন সে দৃশ্যও ধরা পড়েছে। স্পিকার আনা ব্রনাবিক জানিয়েছেন, ঘটনায় তিনজন সাংসদ গুরুতর জখম হয়েছেন।
গত নভেম্বর মাসে নোভি সাদ শহরে একটি রেলস্টেশনের কংক্রিটের ছাদ ধসে ১৫ জন নিহত হন। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ নিয়মিতভাবে রাস্তায় নেমে আসছে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। চার মাস ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে শিক্ষক, কৃষক এবং সাধারণ মানুষ দলে দলে যোগ দিচ্ছে, আন্দোলন আরও তীব্র হচ্ছে।
সার্বিয়ার পার্লামেন্টে হট্টগোলের ভিডিও
U Skupštini je došlo do guranja u prostoru ispred predsednice, a tu je i dim.#Skupština pic.twitter.com/JnN28K8FUC
— Otvoreni Parlament (@O_Parlament) March 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)