পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে, মোবাইল পরিষেবা পুনরুদ্ধার এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১২ জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন। নীলম ব্রিজ ও সংলগ্ন এলাকায় আটজনের মৃত্যু হয়েছে। বাগ জেলার ধীরকোটে চারজন, মুজাফফরাবাদ এবং মিরপুরে দু’জন ক’রে নিহত হয়েছেন বলে খবর। তিন দিনে মোট নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। আওয়ামী অ্যাকশন কমিটি (AAC)-এর নেতৃত্বে সংঘটিত বিক্ষোভের দরুণ গত ৭২ ঘন্টায় পাক অধিকৃত কাশ্মীরে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিকটবর্তী পাঞ্জাব প্রদেশ থেকে সহস্রাধিক সেনাকে সরিয়ে আনা হয়েছে এবং ইসলামাবাদ থেকে অতিরিক্ত এক হাজার কর্মী পাঠানো হয়েছে।

পাক-অধিকৃত কাশ্মীরে বিক্ষোভে মৃত ১২

উল্লেখ্য আওয়ামী অ্যাকশন কমিটি  দেশে নির্বাচনী প্রক্রিয়ার পুনর্গঠন এবং অভিজাত সম্প্রদায়ের সুযোগ-সুবিধার অবসান সংক্রান্ত বিষয় সহ আরও নানা সংস্কারের প্রেক্ষিতে ৩৮ দফা দাবি পেশ করেছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)