এবার ধর্মীয় বিভাজন তৈরি করল পাকিস্তান (Pakistan)। প্রকাশ্যেই ধর্মীয় বিভাজন তৈরি করা হয় পাকিস্তানের তরফে। গুরু নানক জয়ন্তীতে যখন পাকিস্তানে যাওয়ার জন্য তৈরি হন ভারতীয় (Indians) পূণ্যার্থীরা, সেই সময় ১৪ জনকে পাকিস্তানে প্রবেশ করতে দেওয়া হয়নি। হিন্দু বলে ওই ১৪ জনকে পাকিস্তানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে খবর।
এই ঘটনায় পাকিস্তানের 'হিন্দুফোবিয়া' যে অব্যাহত এবং তারা ধর্মীয় বিভাজন করতে ব্যস্ত, তা ফের স্পষ্ট হয়ে যায়।
প্রসঙ্গত যে ১৪ জনকে পাকিস্তান গুরু নানক জয়ন্তীতে (Guru Nanak Jayanti 2025) প্রবেশ করতে দেয়নি, তাঁরা শিখ নন, হিন্দু। এই যুক্তিতেই ফেরৎ পাঠানো হয় বলে জানা যায়।
মঙ্গলবার জানা যায়, ১৯০০ মানুষ পাকিস্তানে যাবেন গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে। গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে যে ১৯০০ জনকে পাকিস্তান ঢুকতে দেবে বলে জানায়, বুধবার তাঁদের মধ্যে থেকে ১৪ জনকে ফেরৎ পাঠানো হয়। ওই ১৪ জন শিখ নন, হিন্দু বলে তাঁদের ফেরৎ পাঠানো হয়েছে বলে জানানো হয় পাকিস্তানের তরফে।
ওই ১৪ জনকে জানানো হয়, 'আপনারা হিন্দু। তাই শিখ পূণ্য়ার্থীদের সঙ্গে পাকিস্তানে প্রবেশ করতে পারবেন না।'
ফের ধর্মীয় বিভাজন তৈরি করে পূণ্যার্থীদের আটকাল পাকিস্তান...
A group of Hindus who had crossed into Pakistan alongside a larger Sikh delegation was suddenly barred from proceeding further, despite having completed all formalities@AnkurSharma__ shares more details@akankshaswarups | #GuruNanakJayanti #India #Pakistan pic.twitter.com/AAtD7zWRbG
— News18 (@CNNnews18) November 5, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)