ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার নিউজিল্যান্ড। জাতীয় সুরক্ষায় বিপদ দেখিয়ে নিষেধাজ্ঞা চাপানো হল টিকটকের ওপর। নিউজিল্যান্ডের এমপিদের ফোন থেকে সরানো হল টিকটক অ্যাপ।শুক্রবার নিউজিল্যান্ড হেরাল্ডের তরফে জানানো হয়েছে এই খবর।

তাদের আশাঙ্কা চিনের সরকার টিকটকের প্রধান সংস্থা বাইট ড্যান্সের কাছে থেকে তথ্য হাতিয়ে নিতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখে আগেভাগেই সতর্ক হতে চাইছে নিউজিল্যান্ড।

পার্লামেন্টারি সার্ভিসের চিফ এক্সিকিউটিভ রাফেল গনসালভেজ  জানিয়েছেন, সাইবার সিকিউরিটি কতৃপক্ষের উপদেশেই নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে টিকটকের ওপর।তবে নিষেধাজ্ঞা চাপালেও যেকোন ব্রাউজার থেকে খোলা যাবে টিকটকের অ্যাপ। তবে ফোন থেকে সরানো হবে এই অ্যাপ বলে জানা গেছে।বিশেষ করে যে ফোনে পার্লামেন্টের অ্যাপ থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সেনেটরদের তরফে এই নিয়ে একটি বিলও আনা হয়েছে । যেখানে দেশের সুরক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে এমন  বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারে যাবে এই আইন বলে।।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)