চিনের অজানা জ্বরের থাবা এবার মার্কিন মুলুকে। ওহিয়োর পর এবার একের পর এক শিশু আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে মার্কিন রাজ্য ম্যাসাচুসেট্সে। চিনের মত সেখানকার একের পর এক শিশু অজানা নিউমোনিয়া জ্বরে কাঁপছে। শিশুদের পরিবারের সদস্যরা হাসপাতালে উদ্বেগের সঙ্গে সময় কাটাচ্ছে। প্রসাসন নড়চড়ে বসেছে। কোভিডের সময়ও চিন থেকে শুরু হওয়া রোগের থাবা সবার আগে আমেরিকার ওহিয়োতে লেগেছিল।
গত ১২ নভেম্বর চিনের স্বাস্থ্যমন্ত্রক জানায়. ক্রমবর্ধমান শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা হওয়ার মত ব্যাপার হয়। পরে ইউরোপের সংবাদমাধ্যমের দাবি, বেজিং এবং লিয়াওনিংগে হাসপাতালগুলিতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে।
দেখুন খবরটি
JUST IN: Massachusetts second state with child pneumonia outbreak after Ohio —as questions remain about virus sweeping China - NY Post
— Insider Paper (@TheInsiderPaper) December 1, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)