ভয়াবহ বন্যার জেরে লিবিয়ায় প্রায় ৫,৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এমনই তথ্য উঠে আসে বৃহস্পতিবার একাধিক সংবাদমাধ্যমের তরফে। ভয়াবহ বন্যার জেরে লিবিয়ার ডেরনা শহর যখন প্রায় ধ্বংসস্তবপে পরিণত হয়েছে, সেখানে নিখোঁজ ১০ হাজার। সেই সঙ্গে হাজারেরও বেশি মানুষজন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন বলে খবর। বন্যার জেরে যখন সর্বনাশ নেমে এসেছে লিবিয়ায়, সেই সময় যাতে আন্তর্জাতিক সাহায্য আসে, সেই আবেদন করা হয় আফ্রিকার এই দেশের তরফে। প্রসঙ্গত ভয়াবহ বন্যার জেরে লিবিয়ার ডেরনা শহরের পরিস্থিতি সবচেয়ে খারাপ। ডেরনা শহরের একাংশ ধুয়েমুছে গিয়েছে। পাশাপাশি ভয়াবহ পরিস্থিতির জেরে  বন্যার জলে মৃতদেহ ভেসে সমদ্রে গিয়ে পড়তে শুরু করেছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)