সিরিয়ার হোমস শহরের কাছে একটি স্থানে ইসরায়েলি বিমান হামলায় তিনজন আহত হয়েছেন। সিরিয়ার হোমস শহরের কাছের একটি স্থানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সামরিক কর্মকর্তারা জানিয়েছে, শনিবার ভোররাতে এ হামলায় তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন এবং একটি বেসামরিক জ্বালানি স্টেশনে আগুন লেগেছে। বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার ও ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি ওয়ার মনিটর জানিয়েছে, হোমসের দাবা বিমানঘাঁটিতে লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর একটি অস্ত্রাগার ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্রটি। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী শনিবার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে বলে জানা গিয়েছে। হোমসের আকাশে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।

দেখুন ভিডিও

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)