শেষ পর্যন্ত কি যুদ্ধ বিরতি হচ্ছে ইরান (Iran) এবং ইজরায়েলের (Israel) মাঝে? এবার ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের তরফে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হল। ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বিরতি অথবা সংঘর্ষ বিরতির (Ceasefire) খবর প্রকাশ করা হয় তেহরানের স্টেট টেলিভিশনের তরফে। প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে ট্যুইট করেন ইরান এবং ইজরায়েলের সংঘর্ষ বিরতির বিষয়ে। দুই দেশই সংঘর্ষ বিরতিতে রাজি বলে দাবি করেন তিনি। যদিও ট্রাম্পের (US President Donald Trump) দাবি নস্যাৎ করে দেওয়া হয় তেহরানের তরফে। ইরান স্পষ্ট জানায়, ইজরায়েলের সঙ্গে তারা সংঘর্ষ বিরতিতে যাচ্ছে না। তবে ইজরায়েল যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আর হামলা না চালায় তাহলে ভেবে দেখা হবে। ইরানের ওই মন্তব্যের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার সে দেশের সরকারি টেলিভিশন চ্যানেলের তরফে সংঘর্ষ বিরতির খবর প্রকাশ করা হল।

দেখুন কী জানানো হল ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের তরফে...

 

ইরান এবং ইজরায়েল, দুই দেশই সংঘর্ষ বিরতিতে রাজি বলে জানা যাচ্ছে...

 

কয়েক ঘণ্টা আগে ইরানের বিদেশমন্ত্রী যে ট্যুইট করেন সেখানে সংঘর্ষ বিরতির জল্পনা উড়িয়ে দেওয়া হয়। তবে তার পরপরই ফের সংঘর্ষ বিরতির খবর আসতে শুরু করে ইরান এবং ইজরায়েলের মাঝে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)