গাজায় যুদ্ধ বিরতির মেয়াদ যত বাড়ছে, তত আরও বেশি করে পণবন্দিদের উদ্ধারের সম্ভাবনা প্রবল হচ্ছে। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ বিরতির মেয়াদ কতটা বাড়বে, তা নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় আরও বেশি করে অপহৃতদের উদ্ধার করা যাবে বলে মনে করছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। কিন্তু হামাস আর কতজন অপহৃতকে মুক্তি দেবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আইডিএফের সোশ্যাল হ্যান্ডেলের তরফে যুদ্ধ বিরতির সঙ্গে বন্দি মুক্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। যুদ্ধ বিরতির মেয়াদ বাড়লে অপহৃতদেরও যাতে ছাড়া হয়, সে বিষয়ে ইজরায়েলের তরফে জোর দেওয়া হচ্ছে বলে খবর।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)