অবরুদ্ধ গাজায় ইজরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৪ জন প্যালেস্তানীয় সাধারণ নাগরিক নিহত হয়েছেন।যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। যুদ্ধবিরতি বা উত্তেজনা বৃদ্ধির আলোচনার মাঝেই শরনার্থী শিবিরের তাঁবু, ঘরবাড়ি এবং ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা স্থানীয় মানুষের ওপর আঘাত হেনেছে ইজরায়েল। এই হামলায়  আহত হয়েছেন আড়াই শতাধিক।

নতুন করে এই আক্রমণের পর  গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে।  এই তথ্য জানিয়েছে ‍তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্যালেস্তানীয়দের মৃতের সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ৯৪ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)