ঢাকা, ১৮ মার্চ: বাংলাদেশের (Bangladesh) ঢাকার (Dhaka) ইসকন রাধাকান্ত মন্দিরে (ISKCON Radhakanta Temple) ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঢাকার ওয়ারিতে ২২২ লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকন রাধাকান্ত মন্দির। অভিযোগে ২০০ জনেরও বেশি লোক গতরাতে এই মন্দিরে ভাঙচুর চালায়। খবরে বলা হয়েছে, হামলায় কয়েকজন ভক্ত আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের নাম সুমন্ত্র চন্দ্র শ্রাবণ, নীহার হালদার, রাজীব ভদ্র।

জানা গিয়েছে, উন্মত্ত জনতার নেতৃত্বে ছিলেন হাজী শফিউল্লা। বৃহস্পতিবার রাতে এর নেতৃত্বে প্রায় ২০০ জন লোক হঠাৎই মন্দিরে হামলা চালায়। ধর্মীয় স্লোগান দিতে দিতে এসে মন্দিরে ভাঙচুর শুরু হয়। ভেঙ ফেলা হয় দেওয়াল। জানা যাচ্ছে ওই সময় মন্দিরে ছিলেন ৩০-৪০ জন ভক্ত এবং পুরোহিতও। দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপর ছত্রভঙ্গ করে দেওয়া হয় ওই হামলাকারীদের। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আরও পড়ুন: Pakistan’s Missile Crashes: উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল পাকিস্তানি মিসাইল

গত বছর, বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ার দিঘি হ্রদের কাছে একটি দুর্গাপুজো মণ্ডপে কুরআন অবমাননা করা হয়েছে বলে সোশাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার পর হিংসায় কমপক্ষে তিনজন নিহত হন।

এর আগে ঢাকার টিপু সুলতান রোড ও চট্টগ্রামের কোতোয়ালিতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গিয়েছিল।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)