Iran vs Israel: ইজরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াবহ যুদ্ধে বড় ক্ষতি হয়ে গিয়েছে ইরানের। ইজরায়েলী হানায় দেশের অন্তত ৬টি পরমাণু ঘাঁটি, সেনা সদর দফতর, জাতীয় টিভির অফিসে ক্ষতি সহ শীর্ষ পরমাণু বিজ্ঞানী, সেনাপ্রধানরা প্রাণ হারান। তেহরানে বেশ কয়েকজন সাধারণ মানুষও ইজরায়েলের হানায় মারা যান। ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ-বিরতির পর যুদ্ধে হত ৬০ জনের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হল। দেশের সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী সহ সাধারণ মানুষ মিলিয়ে মোট ৬০ জনের ইরানের এই রাষ্ট্রীয় শেষকৃত্যে হাজির ছিলেন লক্ষাধিক মানুষ। দেশের সর্বময় কর্তা আয়াতুল্লা আলি খামেনি-কে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিরও নিন্দা করা হয় এদিনের শেষকৃত্য অনুষ্ঠানে। ইজরায়েলের বিরুদ্ধে কড়া স্লোগানও ওঠে। প্রসঙ্গত, ইরানের দেওয়া সরকারী হিসেবে সদ্য সমাপ্ত ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তাদের দেশের ৯৪ জন প্রাণ হারান। যদিও বেসরকারী হিসেবে সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে দাবি। সেখানে ইজরায়েলের মারা যান ২৪ জন।
দেখুন খবরটি
Iran held a state funeral service Saturday for around 60 people, including its military commanders, killed in its war with Israel, after Tehran's top diplomat condemned Donald Trump's comments on supreme leader Ayatollah Ali Khamenei as "unacceptable".https://t.co/UCi7ZDuWBh
— AFP News Agency (@AFP) June 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)