MP Dies by Suicide in Parliament House: দেশের সংসদ ভবনে লুকিয়ে আত্মহত্যা করলেন এক সাংসদ! এমন ঘটনাই এদিন সকালে ঘটেছে উত্তর ইউরোপের দেশে ফিনল্য়ান্ডে (Finland)। রাজধানী হেলসেঙ্কির সংসদ ভবনে (Finland Parliament House) ৩০ বছরের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সাংসদ এমেলি পেল্টোনেন (Eemeli Peltonen)। আত্মহত্যা করা সেই সাংসদ সংসদের বসন্ত অধিবেশনের শেষ কয়েক সপ্তাহ অসুস্থতাজনিত কারণে যোগ দিতে পারেননি। তিনি আরও এক সপ্তাহ ছুটিতে থাকবেন বলে অধিবেশনে যোগ দিতে পারবেন বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। গত জুন পেল্টোনেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি কিডনি সমস্যার জন্য চিকিৎসাধীন রয়েছেন। তবে কেন তিনি এভাবে আত্মহত্যা করলেন তা এখনও জানা যায়নি। কীভাবে তিনি সংসদ ভবনে আত্মহত্যা করলেও সেটা নিয়ে কিছু জানানো হয়নি।

২০২৩ সালে প্রথমবার তিনি দেশের সাংসদ নির্বাচিত হন। তার আগে একবার ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন। ফিনল্য়ান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১১টা ০৬ মিনিট নাগাদ দেশের সংসদ ভবনে আত্মহত্যা করেন সাংসদ এমেলি পেল্টোনেন। পার্লামেন্টের সিকিউরিটি ডিরেক্টর অ্যারো তোইভোনেন ইলে নিশ্চিত করেছেন, সাংসদের মৃত্যুর কারণ আত্মহত্যাই।

দেখুন খবরটি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)