Bangladesh Plane Crash: ঢাকায় একটি স্কুলের উপর ভেঙে পড়েছে বাংলাদেশ বায়ুসেনার বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে বিমানে। সোমবার বাংলাদেশের স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বিমানটি। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পর বেশ কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, পুড়ে গিয়েছে পড়ুয়াদের বস্ত্র। ঝলসে গিয়েছে চামড়া। তবে তারই মধ্যে একটি ভুয়ো ছবি ঘুরে বেরাচ্ছে। যে ছবিতে দেখা যাচ্ছে, ফাঁকা মাঠের মাঝে আছড়ে পড়ে রয়েছে যুদ্ধ বিমান। দাউদাউ করে তাতে জ্বলছে আগুন। তৎপরতার সঙ্গে সেই আগুন নেভাতে ব্যস্ত দমকল বাহিনী। কিন্তু পিটিআই ফ্যাক্ট চেকের (PTI Fact Check) তরফে জানানো হয়েছে ওই ছবিটি ভুয়ো। এআই দিয়ে বানানো হয়েছে।

আরও পড়ুনঃ স্কুল চলাকালীনই ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, কীভাবে ঘটল এমনটা?

দুর্ঘটনার ভুয়ো ছবি হইতে সাবধান

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)