তৃতীয়বারের জন্য ইজরায়েলে যাচ্ছেন ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন। ইজরায়েলের পাশাপাশি ওয়েস্ট ব্যাঙ্ক, বেলজিয়াম, উত্তর ম্যাসিডোনিয়াতে সফর করবেন তিনি।

ইজরায়েল এবং ওয়েস্ট ব্যাঙ্কে যাত্রার ক্ষেত্রে ইজরায়েলের প্রতিরক্ষার অধিকার এবং বাকি পণবন্দিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আলোচনা সারবেন তিনি। সোমবার পণবন্দিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে নিজের খুশির কথা জানান তিনি। যার মধ্য়ে একজন মার্কিন নাগরিকও ছিল। বাকি পণবন্দিদের ফিরিয়ে আনার ক্ষেত্রেও তারা চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন তিনি।

ইজরায়েল হামাসের মধ্যে আরও ২ দিনের সংঘর্ষ বিরতি বেড়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর পাশাপাশি বেলজিয়ামে ন্যাটোর বিদেশমন্ত্রকের আলোচনায় যাবে অ্যান্টনি ব্লিনকেন। দুবাইয়ে পরিবেশ সংক্রান্ত একটি আলোচনাসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া ইজরায়েল হামাসের যুদ্ধ নিয়েও আলোচনা সারবেন বলে জানা গেছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)