এবার প্যালেস্তিনীয় (Palestine Leaders) নেতাদের জন্য ভিসা বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে প্যালেস্তিনীয় নেতাদের জন্য ভিসা নিষিদ্ধ করা হয়েছে আমেরিকার (US) তরফে। এমন খবর মিলছে। আগামী মাসে রয়েছে রাষ্ট্রসংঘের (UN) বৈঠক অর্থাৎ UNGA এর বৈঠক। ওই বৈঠকে যাতে কোনও প্যালেস্তিনীয় নেতা হাজির হতে না পারেন, তার জন্যই এই ভিসা নিষিদ্ধ করার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিয়োর তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্তাইন অথরিটির কোনও নেতা যাতে UNGA এর বৈঠকে হাজির হতে না পারেন, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে মার্কো রুবিয়োর তরফে।

পাশাপাশি আমেরিকার নিরাপত্তার কথা ভেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সন্ত্রাসবাদে মদতদাতা কেউ যাতে আমেরিকায় প্রবেশ করতে না পারেন, তার  জন্যই প্যালেস্তিনীয় নেতাদের ভিসা নিষিদ্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প সরকারের এই নির্দেশের ফলে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্তাইন অথরিটির কোনও নেতার পাশাপাশি প্রেসিডেন্ট আব্বাসও এবার আমেরিকায় প্রবেশ করতে পারবেন না এবং রাষ্ট্রসংঘের সভায় নিজের বক্তৃতা দিতে পারবেন না বলেই জানা যাচ্ছে।

প্যালেস্তিনীয় নেতাদের প্রবেশ নিষিদ্ধ করল আমেরিকা...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)