২১ জুলাই দুপুর ১টার ঘর যখন ঘড়ি পার করে ফেলে, সেই সময় বাংলাদেশ থেকে মিলল একটি ভয়াবহ খবর। ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে হঠাৎ করে ভেঙে পড়ে বাংলাদেশের বায়ুসেনার (Bangladesh Plane Crash) একটি চপার। প্রশিক্ষণের সময় সেটি হঠাৎই ভেঙে পড়ে। যার দেরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। বিমানের ভিতরে থাকা যাত্রীরা প্রায় জ্ব্যান্ত দগ্ধ হয়ে যান। ফলে সঙ্গে সঙ্গে একজনের মৃত্যুর খবর মেলে। পরে সেই সংখ্যা ১৬-তে পৌঁছে যায় বলে খবর। আহত বহু। জানা যায়, মাইলস্টোন কলেজের মাঠে একটি প্লে স্কুল ছিল। ফলে প্রশিক্ষণের সময় বাংলাদেশ (Bangladesh) বায়ুসেনার এফ ৭ নামে যে বিমানটি ভেঙে পড়ে, তার ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়  হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের খবরের সূত্র অনুযায়ী, বিমান ভেঙে পড়ার পর ইতিমধ্যেই বার্ন ইউনিটে ২৫ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে খবর।

আরও পড়ুন: Plane Crash In Bangladesh: বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা, কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ল বায়ুসেনার উড়ান, মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, দেখুন ভিডিয়ো

দেখুন ভেঙে পড়ার পর বিমানটি কীভাবে দাউ দাউ করে জ্বলতে শুরু করে...

 

জ্ব্যান্ত দগ্ধ হয়ে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)