আগামিকাল, রবিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল বড় দাবি করলেন। বাংলাদেশে এবার ভোটগ্রহণে ইভিএমে হবে না। পদ্মাপাড়ের দেশ এবার ব্যালটেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল জানালেন,"আমরা ইতিমধ্যেই ভোটগ্রহণের জন্য যে ইভিএম ব্যবহার করেছি। আমাদের ব্যবহার করা ইভিএম অসাধারণ। ভারতের তুলনায় আমরা অনেক ভাল ও উন্নত EVM ব্যবহার করেছি। কিন্তু আমাদের দেশে সমস্যা হল নতুন কোন জিনিস এলেই অধিকাংশ মানুষ বিশ্বাস করে সেটাই কোনও ভুল আছে। আমাদের দেশে মানুষ ইভিএম-কে ভাবে ম্যাজিক মেশিন। যেখানে মেশিন একদিকে টিপলে, অন্যদিকে ভোট চলে যায়। এমনই বিশ্বাস করে মানুষ। অথচ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার আমায় বলছেন, ওখানে ইভিএমে ভোটগ্রহণ করার পর সেখানকার নির্বাচন শান্তিতে, স্বচ্ছতার সঙ্গে ভোট হচ্ছে। আমাদের দেশের মানুষ এটা বুঝছে না।"
দেখুন ভিডিয়ো
#WATCH | Dhaka: Bangladesh Chief Election Commissioner Kazi Habibul Awal says, "We already introduced EVM, and our EVM machines were excellent. Compared to Indian ones, our ones were much better. But the problem is this whenever something new is introduced, the majority of people… pic.twitter.com/o4xxr3IXLU
— ANI (@ANI) January 6, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)