দক্ষিণ কোরিয়ার এক বিমানে ক দিন আগে একেবারে সর্বনাশা কাণ্ড ঘটেছিল। দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় সবচেয়ে বড় বিমানসংস্থা এসিয়ানা এয়ারলাইন্সের এক বিমানে চলন্ত অবস্থায় এমার্জেন্সি দরজা খুলে বড় বিপদ ঘটিয়েছিলেন এমার্জেন্সি সিটে বসা এক যাত্রী। দরজা খোলা অবস্থাতেই উড়ছিল বিমান। হাওয়া ঢুকে বিমানে বড় দুর্ঘটনার মুখে দাঁড়িয়েছিল। তবে অবতরণের মুখে থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছিল।
যে ব্যক্তি এই কাজ করেন, তিনি বলেন, বদ্ধ লাগায় তিনি দরজা খুলে সবার আগে নামতে চেয়েছিলেন। এই কাণ্ডের পর দক্ষিণ কোরিয়ার সব বিমানসংস্থা তাদের বিমানে এমার্জেন্সি সিটের টিকিট বিক্রি বন্ধ করে দিল। কোরিয়া বানিজ্যিক বিমানে এবার থেকে এমার্জেন্সি আসনটা ফাঁকাই থাকবে।
দেখুন টুইট
Asiana Airlines, #SouthKorea's second-biggest carrier, said on Sunday it has stopped selling certain emergency seats of A321-200 passenger jets following a recent incident in which a passenger opened a door of the same aircraft model just before landing. pic.twitter.com/9chpXFyMAG
— IANS (@ians_india) May 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)