নয়াদিল্লিঃ তাইওয়ানে (Taiwan) দক্ষিণ পশ্চিমাঞ্চলে হানা দিল শক্তিশালী টাইফুন (Typhoon) 'দানাস।' এই ঝড়ের কারণে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৩০ জন। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, রবিবার গভীর রাতে ভূখণ্ডে আঘাত হানে এই টাইফুন দানাস। ঘণ্টায় ঝড়ের গতিবেগ ছিল ২২০ কিলোমিটার। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, গাছ চাপা পড়ে সেদেশে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দুর্যোগের মাঝে শ্বাসযন্ত্র সঠিক কাজ না করায় মৃত্যু হয়েছে আর এক জনের। এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা। ভেঙে পড়েছে বিমান পরিষেবা। বাতিল করা হয়েছে কয়েকশো বিমান। গাছ উপড়ে বন্ধ রাস্তাঘাট। ইতিমধ্যেই এই ঝড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে।

 তাইওয়ানে টাইফুনের তাণ্ডব মৃত ২, আহত কমপক্ষে ৩০০

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)