রাজ্য পুলিশের এসটিএফের শিলিগুড়ি শাখা ৭৫ লক্ষ টাকা মূল্যের দেড় কেজি ওজনের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গতরাতে কোচবিহারের কোতোয়ালী থানা এলাকায় গুন্জিবাড়ি থেকে দিনহাটার বাসিন্দা চার পুরুষ ও এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করে এসটিএফ।নাগাল্যান্ডের ডিমাপুর থেকে আনা এই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সমন্ত জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছিল ।

এই ঘটনায় শিলিগুড়ি এসটিএফ এর জালে ধরা পড়েছেন কোচবিহারের তৃণমূল নেতা। দিনহাটার গীতালদহ ১ অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান মাফুজার রহমান সহ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও আরো দুজনকে গ্রেফতার করেছে এস টি এফ। গতকাল কোচবিহারের গুন্জিবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করে তাদের কাছ থেকে ৭৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এসটিএফ সূত্রে জানানো হয়েছে নাগাল্যান্ড থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। জেরায় অভিযুক্তরা তাদের দোষের কথা স্বীকার করেছে বলে দাবি এস টি এফ-এর।

এই নিয়ে বলেন বিষয়টি আমরা শুনেছি, যারা এই ধরনের কাজ করবে তাদের দলে না রাখার সিদ্ধান্ত আমরা নিয়েছি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)