ভয়াবহ ছবি উঠে এল দিঘা (Digha) থেকে। এবার সমুদ্র (Bay Of Bengal) দেখতে এবং জলে স্নান করতে গিয়ে বোল্ডারের উপর বসেছিলেন এক মহিলা। সন্তানকে নিয়ে বোল্ডারের উপর ওই মহিলা বসেছিলেন বেশ কিছুক্ষণ ধরে। উথালপাথাল ঢেউয়ের মাঝে কখনও এদিক কখনও ওদিক করছিলেন দুজনে। হঠাৎ করে একটি বিশালাকার ঢেউ এলে, ওই মহিলা নিজেকে ঠিক রাখতে পারেননি। সন্তানকে আঁকড়ে ধরে ঢেউয়ের সঙ্গে তাঁরা ভেসে যেতে শুরু করেন। ঢেউ গতিতে, বোল্ডারের ধাক্কায় তাঁরা কোনওক্রমে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন। ওই মহিলা এবং তাঁর সন্তান যেভাবে ভেসে যাচ্ছিলেন, তা দেখে সেখানে থাকা প্রত্যেকে ভয় পেয়ে যান। নুলিয়া না থাকায়, আশপাশের লোকজন ছুটে আসেন। ঢেউয়ে ভাসতে ভাসতে কোনওক্রমে ওই মহিলা এবং তাঁর মেয়ে কাছাকাছি চলে এলে, আশপাশের লোকজন হাত ধরে তাঁদের টেনে তোলেন। দিঘার সেই ভয়াবহ ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

দিঘায় ঢেউয়ের তোড়ে কী হল দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)