বছরভর প্রচার ও নজরদারি চালানোর ফলে গত বছরে তুলনায় এই সময়ের তুলনায় এ বছর কলকাতা ও লাগোয়া শহরতলিতে ডেঙ্গুর প্রকোপ যথেষ্ট কম রয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী পাঁচ জেলা প্রতি বছর ডেঙ্গু আক্রান্তের নিরিখে প্রথম পাঁচের মধ্যে থাকে। তবে এবার সেই জেলাগুলিকে ছাপিয়ে গিয়েছে মুর্শিদাবাদ।কলকাতায় গত বছরের তুলনায় এ বার আক্রান্তের সংখ্যা ৯৩ শতাংশ কম। এক পরিসংখানে জানানো হয়েছে, গত বছর ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ৮৯৯ জন।একই সময়ে এ বার মহানগরে মাত্র ৬৫২ জনের ডেঙ্গুর রিপোর্ট পজিটিভ এসেছে। বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সময় শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ড ডেঙ্গু মুক্ত রয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)