উনি সিঁদূর বেঁচে বেড়াচ্ছেন। স্বামীরা স্ত্রীদের সিঁদূর পরান। এটা নরেন্দ্র মোদীর (Narendra Modi) জানা উচিত বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর (PM Modi) জনসভা শেষ হতেই সাংবাদিক বৈঠক থেকে পালটা কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, মোদী যাই বলুন না কেন, বিদেশে যে প্রতিনিধি দল গিয়েছেন, তাঁরা ফিরবেন না। দেশের হয়ে বলতে গিয়েছেন তাঁরা। দেশের হয়ে বলে তবেই ফিরবেন বলে জানান মুখ্যমন্ত্রী। অর্থাৎ অপারেশন সিঁদূরের (Operation Sindoor) হয়ে বিদেশে বলতে গিয়েছেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাই প্রধানমন্ত্রীর বাংলার জনসভার পর অভিষেক (Abhishek Banerjee) প্রতিনিধি দল থেকে কি ফিরে আসবেন বলে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়। যার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, দেশের হয়ে বলে তবেই অভিষেক ফিরবেন। তিনি দেশের কাজ করে তবেই ফিরবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এসেবর পাশাপাশি মোদীকে 'গারবেজ অফ লাইস' অর্থাৎ 'মিথ্যের আবর্জনা' বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।  অপারেশন বেঙ্গল বলে বাংলাকে আপমান করেছেন। বাংলার সঙ্গে জঙ্গিদের মিশিয়ে দিয়েছেন মোদী। এমনও মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: Mamata Banerjee Attacks PM Modi: 'মিথ্যার ঝুড়ি, মিথ্যাচারী ব্যবসাদার, মিথ্যার সওদাগর', মোদীর জনসভা শেষ হতেই আক্রমণ মুখ্যমন্ত্রীর

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)