ভারতের মৌসম ভবন জানিয়েছে সম্প্রতি বাংলাদেশ ওড়িশা এবং আসামে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।যার ফলে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ (৫ এপ্রিল, ২০২৪)  থেকে তাই শুষ্ক পশ্চিমী হাওয়াতে গরম বাড়ছে বাংলায়।

অস্বস্তিকর গরম এবং তাপপ্রবাহ থেকে দক্ষিণবঙ্গের মানুষের এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দফতর আজ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গতকাল পানাগড় ও পুরুলিয়ায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রী ছাড়িয়ে যায়। বাঁকুড়া ও মুর্শিদাবাদে তা ছিল ৩৯ ডিগ্রীর ওপরে এবং সিউড়িতে ৪০ ডিগ্রী সেলসিয়াস। একাধিক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী ওপরে উঠে যায়।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রী বেশি। পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল ঝড়বৃষ্টি হতে পারে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)