অপারেশন সিঁদুরে ভারতীয় জওয়ানদের বীরত্বকে সম্মান জানাতে দেশের বিভিন্ন প্রান্তেই চলছে এই কর্মসূচি। শনিবার থেকে বাংলাতেও শুরু হয়েছে বিজেপির তেরঙ্গা যাত্রা। গতকাল কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত চলেছিল এই মিছিল। রবিবারও শহরের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা হাতে মিছিল বের করেছিল বিজেপি। এরমধ্যে কেষ্টপুর থেকে হলদিরাম পর্যন্ত হওয়া মিছিলে যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্যের মতো নেতারা। মিছিলে যোগ দিয়ে সুকান্ত বলেন, “দেশের প্রতিটি কোণেই সাধারণ মানুষ তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আমেদাবাদের পদযাত্রায় যোগ দিয়েছিলেন। আসলে আমাদের সেনারা পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, সেই কারণে আমরা তাঁদের সম্মান জানাতে এই মিছিল বের করছি”।

দেখুন ভিডিয়ো

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)