সিকিমে (Sikkim) একটানা বৃষ্টি শুরু হয়েছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে সিকিমের বহু জায়গায় ধস নামতে শুরু করেছে। ফলে উত্তর সিকিমের মঙ্গনে ১ জনের মৃত্যুর খবরও  মেলে। সেই সঙ্গে ৫ জন নিখোঁজ বলে জানা যায়। সিকিমে যখন নাগাড়ে বৃষ্টি চলছে, সেই সময় জল বাড়তে শুরু করে তিস্তা নদীতে (Teesta River)। পাহাড়ি নদীতে জল বাড়ায় তিস্তা বাজার জুড়ে মানুষের মধ্যে শুরু হয় আতঙ্ক। বঙ্গে তিস্তা পাড়ের কালিম্পং জেলায় বহু বাড়ি ডুবতে শুরু করে নদীর জল বাড়ায়। তিস্তা নদীতে জল বাড়তে থাকায়, কালিম্পং জেলায় বহু বাড়ি ভাঙতে শুরু করে। ফলে তিস্তা পাড়ে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তিস্তা পাড়ে যাঁদের বাড়ি, তাঁদের যাতে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থা শুরু করা হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Sikkim Rain: একটানা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ ধস, নিখোঁজের সংখ্যা বাড়ছে, জল ফুলে উঠছে তিস্তার, বিপদের আশঙ্কা উত্তরবঙ্গেও

দেখুন ভিডিয়ো...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)